Posts

Showing posts from March, 2021
 ভালোবাসা  কবি রাজ   ভালোবাসা কারো হৃদয় মাঝে  নিত্য আনাগোনা  ভালোবাসা শুধু দুচোখ ভরে  স্বপ্নের বীজ বোনা।  ভালোবাসা সেতো মুক্ত আকাশ  সুবিশাল লীলাভূমি  ভালোবাসা সে তো মনের ভাষা  যে কথাই বলো তুমি।  ভালোবাসা সেতো উদাস দুপুর  হয়তো পূরবী হাওয়া  ভালোবাসা সেতো বুকের গহীনে  প্রিয়াকেই খুঁজে পাওয়া।  ভালোবাসা সে তো শত বাঁধাকে   তুচ্ছ মনে করা  ভালোবাসা সে তো দুঃখের মাঝেও  সুখের স্বর্গ গড়া।  ভালবাসা সে তো দুঃখের  বদলে  না পাওয়ার ব্যথা ভারি  ভালোবাসা সেতো প্রিয়াকে না পাবার  নিত্য আহাজারি।  ভালোবাসা সে তো বিশাল সমুদ্র  আমি নগন্য কবি  ভালোবেসে তাই প্রেম যমুনায়  দেখি যে প্রিয়ার ছবি।
 প্রেম নেই  কবি রাজ ভালবাসা আজ খেলনা পুতুল সবাই  তো আজ খেলে সকাল বেলায় করবে যে প্রেম    ভাঙ্গবে তা   বিকেলে। ভালবাসা আজ কারোবা ফ্যাশন কারোবা সাইনবোর্ড কারো কাছে   নিউ মোবাইল সেট কারোবা ফ্লেক্সিলোড।   ভালোবাসতে লাগে না সময় বলতেই যাহা দেরি   ভাঙ্গতে সময়  চোখের পলক হইতে  ছারাছারি। ভালোবেসে কেউ ধরছে বাজি  কেউবা খেলছে জুয়া ভালবাসা  গেছে সর্গে  চলে প্রেম নেই সব ভুয়া।          
TUMI ASONI BOLE Poem Raz Akashe Uthese chad Megheder Kole A mone uthese jhor Tumi asoni bole. Bagane futilo ful Aj a basanto kale Jhore gelo nirobete Tumi asoni bole. Pakhira geyese gan Sure sur mile Nirobe kedesi ami tumi asoni bole. Ovijog nei tobu Jai soda bole Sob kisu jai vule Tumi kase ale.