ভালোবাসা
কবি রাজ
ভালোবাসা কারো হৃদয় মাঝে
নিত্য আনাগোনা
ভালোবাসা শুধু দুচোখ ভরে
স্বপ্নের বীজ বোনা।
ভালোবাসা সেতো মুক্ত আকাশ
সুবিশাল লীলাভূমি
ভালোবাসা সে তো মনের ভাষা
যে কথাই বলো তুমি।
ভালোবাসা সেতো উদাস দুপুর
হয়তো পূরবী হাওয়া
ভালোবাসা সেতো বুকের গহীনে
প্রিয়াকেই খুঁজে পাওয়া।
ভালোবাসা সে তো শত বাঁধাকে
তুচ্ছ মনে করা
ভালোবাসা সে তো দুঃখের মাঝেও
সুখের স্বর্গ গড়া।
ভালবাসা সে তো দুঃখের বদলে
না পাওয়ার ব্যথা ভারি
ভালোবাসা সেতো প্রিয়াকে না পাবার
নিত্য আহাজারি।
ভালোবাসা সে তো বিশাল সমুদ্র
আমি নগন্য কবি
ভালোবেসে তাই প্রেম যমুনায়
দেখি যে প্রিয়ার ছবি।
Comments
Post a Comment