প্রেম নেই
কবি রাজ
ভালবাসা আজ খেলনা পুতুল
সবাই তো আজ খেলে
সকাল বেলায় করবে যে প্রেম
ভাঙ্গবে তা বিকেলে।
ভালবাসা আজ কারোবা ফ্যাশন
কারোবা সাইনবোর্ড
কারো কাছে নিউ মোবাইল সেট
কারোবা ফ্লেক্সিলোড।
ভালোবাসতে লাগে না সময়
বলতেই যাহা দেরি
ভাঙ্গতে সময় চোখের পলক
হইতে ছারাছারি।
ভালোবেসে কেউ ধরছে বাজি
কেউবা খেলছে জুয়া
ভালবাসা গেছে সর্গে চলে
প্রেম নেই সব ভুয়া।
Comments
Post a Comment