কবিতা


ভালবাসার টানে 


কবিরাজ


আবার এসেছি  ফিরে 

চলনবিলের তীরে 

বার বার দেখিতে যে ঢেউ

আজি এ বর্ষাকালে

দিলেতে দিল মিলে 

হবে কি গো সাথী মোর কেউ। 


প্রান খুলে কবো কথা 

কোলেতে রাখিয়া মাথা 

যত কথা মনে রবে জমা 

শাপলার ফুল তুলে

পরিয়ে দিয়ে যে গলে

হবে কি গো মোর প্রিয়তমা। 


নৌকায় পাল তোলা 

হৃদয়ে দেবে যে দোলা 

রাখবে কি হাতে কেউ হাত 

সন্ধ্যা ঘনিয়ে এলে 

জোনাকিরা আলো জ্বেলে 

পাহারা তো দেবে সারা রাত। 


জানিনা কিসের টানে 

প্রেম জাগে এই প্রানে

বার বার তাই ফিরে আসি

রূপসী চলনবিল 

নিয়েছো কেড়ে যে দিল

তোমাকে যে বড় ভালোবাসি।

Comments